Recent Posts

Friday, March 5, 2021

পাইলস হতে চিরমুক্তির ১০০% কার্যকরী প্রকৃতিক চিকিৎসা।

 বিনা অপারেশনে পাইলস্ ফিস্টুলা গেজ অশ্ব এনালফিশার থেকে স্থায়ী মুক্তির চিকিৎসা।

সৃষ্টির শুরু থেকে প্রাকৃতিক চিকিৎসা চলে আসছে। প্রাকৃতিক চিকিৎসা মূলত গাছ, লতা,পাতা সহ প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল। এ চিকিৎসার কোন পাশ্বপতিক্রিয়া নেই। এখন পাইলস হতে চিরমুক্তির ১০০% কার্যকরী প্রাকৃতিক চিকিৎসা নিয়ে আলোচনা করবো।

পাইলস কি ?
পাইলস বা অর্শ হলো মলদ্বারে এক ধরনের রোগ যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরিকরে। এটি অস্বস্তিকর এবং অসহনীয় একটি সমস্যা।
শিশুসহ যে কোন বয়সের লোকই এ রোগে আক্রান্ত হতে পারেন। এটি মলদ্বারের ভেতরে কিংবা বাইরেও হতেপারে। পাইলস হলে চুলকানি বা রক্তক্ষরণ হয়। লজ্জায় অনেকে বিষয়টিকে দীর্ঘদিন গোপন করে রাখে। ফলে ভুলচিকিৎসার শিকার হন যা স্থায়ী সমস্যা সৃষ্টি করে।

পাইলস কেন হয়:
এর সঠিক কারণ জানা না গেলেও নিম্নলিখিত বিষয়সমূহ অর্শ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেঃ
১. দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া
২. শাকসবজি ও অন্যান্য আঁশযুক্ত খাবার এবং পানি কম খাওয়া
৩. শরীরের অতিরিক্ত ওজন
৪. গর্ভাবস্থা
৫. লিভার সিরোসিস
৬. মল ত্যাগে বেশী চাপ দেয়া
৭. অতিরিক্ত মাত্রায় লেকজেটিভ (মল নরমকারক ওষুধ)ব্যবহার করা বা এনেমা (শক্ত মল বের করার জন্য বিশেষতরল মিশ্রণ ব্যবহার করা) গ্রহণ করা
৮. টয়লেটে বেশী সময় ব্যয় করা
৯. বৃদ্ধ বয়স
১০. পরিবারে কারও পাইলস থাকা
১১. পায়ুপথে যৌনমিলনে অভ্যস্ততা
১২. গর্ভাবস্থার শেষের দিকে অনেকের পাইলস রোগটি দেখা দেয়। শিশুর গ্রোথের সঙ্গে মলদ্বারে চাপ পড়লে নারীরপাইলস হতে পারে।
১৩. ফ্যাটি ও হাই প্লোটিনযুক্ত খাবার যেমন : গরুর মাংস, চিজ, মাখন, ফ্রাইড, চকোলেট, আইসক্রিম, কোমলপানীয় ইত্যাদি বেশি খেলে পাইলস হতে পারে।
১৪. ভার উত্তোলন, দীর্ঘ সময় বসে থাকা ইত্যাদি।

পাইলসের লক্ষণসমূহ:
i) মলদ্বারের অভ্যন্তরে হলে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারেঃ
১. পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হওয়া
২. মলদ্বারের ফোলা বাইরে বের হয়ে আসতে পারে, নাও পারে। যদি বের হয় তবে তা নিজেই ভেতরে চলে যায়অথবা হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়া যায়। কখনও কখনও এমনও হতে পারে যে, বাইরে বের হওয়ার পর তা আরভেতরে প্রবেশ করানো যায় না বা ভেতরে প্রবেশ করানো গেলেও তা আবার বের হয়ে আসে
৩. মলদ্বারে জ্বালাপোড়া, যন্ত্রণা বা চুলকানি হওয়া
৪. কোন কোন ক্ষেত্রে মলদ্বারে ব্যথাও হতে পারে।
ii) মলদ্বারের বাইরে হলে নিচের লক্ষণগুলো দেখা যেতে পারেঃ
১. মলদ্বারের বাইরে ফুলে যাওয়া যা হাত দিয়ে স্পর্শ ও অনুভব করা যায়।
২. কখনও কখনও রক্তপাত বা মলদ্বারে ব্যথাও হতে পারে।
পাইলস রোগে করণীয়: প্রচলিত চিকিৎসা ব্যাবস্থায় ডাক্তাররা পাইলস্ হলে বেশীরভাগ সময় অপারেশন করারপরামর্শ দিয়ে থাকেন। মলদ্বার একটি সেনসেটিভ জায়গা যা সব সময় ভিজা থাকে। অপারেশন করলে তা সহজেশুকায় না বা শুকাতে দেরী হয়। আপনাকে অবশ্যই ২৪ ঘন্টায় একবার মল ত্যাগ করতে হবে। মলত্যাগের পরভাইরাস, ব্যাকটেরিয়া অপারেশনের জায়গায় ইনফেকশন ছড়াতে পারে। যদি ইনফেকশন হয়ে যায় তা হলে কোলনক্যান্সার নিশ্চিত। আমাদের দেশের জনপ্রিয় লেখক কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। কোলন ক্যান্সার হলে মৃত্যুনিশ্চিত। সুতরাং পাইলসের চিকিৎসায় কোন ভাবেই অপারেশন করার যাবে না। বর্তমানে প্রচলিত এলোপ্যাথ ঔষধসমুহ সাময়িক ব্যাথা উপশমের কাজ করে, কিন্তু স্থায়ী ভাবে পাইলস থেকে মুক্তির কোন সমাধান দিতে পারে না।

পাইলস রোগের চিকিৎসা: পাইলস রোগের চমৎকার একটি প্রাকৃতিক চিকিৎসা ব্যাবস্থা বিশ্বে চালু আছে। JEUNESSE GLOBAL নামক একটি আমেরিকান ফুড সাপ্লিমেন্ট কোম্পানী বিগত ১১ বৎসর যাবৎ তাদের পণ্যটি সারা বিশ্বে বাজারজাতকরন করে আসছে।
JEUNESSE GLOBAL RESERVE: যাদের অনেক পুরাতন পাইলস্ তাদেরকে কোর্স আকারে তিন মাস সেবন করতেহবে। আর যাদের অল্প কিছু দিনের তাদের দু’এক ফাইল সেবন করলেই চলবে।
পাইলস হতে চিরমুক্তির ১০০% কার্যকরী প্রকৃতিক চিকিৎসা।

মাত্র তিন মাস সেবনে আপনি পাইলস থেকে পাবেন চির মুক্তি।এ পণ্যটি এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। আপনি যদি পাইলসে আক্রান্ত হয়েথাকেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে পাইলস হতে চিরমুক্তি পেতে চান,তাহলে নীম্নলিখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন:
0 1 5 3 1 8 5 0 2 6 5, 0 1 3 0 1 0 0 2 2 2 1

0 comments:

Post a Comment