Recent Posts

Friday, December 10, 2021

লিভার সিরোসিসের কারন লক্ষণ প্রতিকার এবং স্থায়ী চিকিৎসা।

আর্য়ুবেদীয় চিকিৎসায় লিভার সিরোসিস নিরাময়।

লিভার সিরোসিসের কারন: এর প্রধান কারণ হলো হেপাটাইটিস এবং অ্যালকোহল আসক্তি। ছাড়াও লিভারে অতিরিক্ত মেদ জমলেও হতে পারে লিভার সিরোসিস। সেইসঙ্গে পিত্ত নালী দুর্বল, বেশি আয়রন জমে যাওয়া, উইলসন রোগ, বংশগত হজমে সমস্যা, পিত্ত নালী ত্রুটি কিংবা কিছু ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণেও লিভার সিরোসিস হতে পারে।

লিভার সিরোসিসের কারন লক্ষণ প্রতিকার এবং স্থায়ী চিকিৎসা।


লিভার সিরোসিসের লক্ষণ: প্রাথমিকভাবে সিরোসিসের কিছু লক্ষণ দেখা যায় তা হলঃ দুর্বলতা, সহজেই ক্লান্ত হয়ে পড়া, জ্বর জ্বর ভাব, পেটের ডান পাশে ব্যথা, দাঁতের মাঢ়ি বা নাক থেকে রক্ত পড়া, ঘনঘন পেটের সমস্যা।

লিভার সিরোসিসের প্রতিকার: লিভার সিরোসিস হচ্ছে লিভারের অসুখের সবচেয়ে শেষ অবস্থা। এটা একদিনে হয় না। লিভারের সমস্যা থেকে ধীরে ধীরে তা সিরোসিসের রূপ নেয়। এটা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। লিভার সিরোসিসের কোনো প্রতিকার বা চিকিৎসা বর্তমান এ্যালোপ্যাথ চিকিৎসা ব্যাবস্থায় নেই। কারণে প্রতিরোধই পারে রোগে মৃত্যুর সম্ভাবনা কমাতে। লিভার সিরোসিস প্রতিরোধে ন্যাচারাল আর্য়ুবেদ এবং স্টেম সেল চিকিৎসা খুবই কার্যকরী।

লিভার সিরোসিসের স্থায়ী চিকিৎসা: লিভার সিরোসিসের কারনে লিভারের ক্ষতিগ্রস্থ কোষগুলোকে আর্য়ুবেদীয় চিকিৎসার মাধ্যমে পুনরায় উজ্জিবীত করা যায়। লিভার সিরোসিসের প্রচলিত চিকিৎসায় ঔষধ প্রদানের মাধ্যমে লিভারের প্রদাহ সাময়িক বন্ধ রাখে বা লিভারের ক্ষতিগ্রস্ত অংশটি অপারেশন করে ফেলে দেয়া হয়। ন্যাচারাল আর্য়ুবেদীয় চিকিৎসায় কোন প্রকার অপারেশন ছাড়াই লিভারকে পুনরায় সচল করা যায়।

ভারতীয় আর্য়ুবেদ শাস্ত্রীয় প্রতিষ্ঠান ওয়েলেক্স ইন্টারন্যাশনাল কর্তৃক আবিষ্কৃত যুগান্তকারী চিকিৎসায় লিভার ক্যান্সারকে হার মানিয়েছে। আর্য়ুবেদ শাস্ত্রীয় চিকিৎসা লিভারের মৃত কোষগুলোকে জীবিত করে এবং ক্যান্সারের সেল গুলোকে অপসারন করে দেয়। ওয়েলেক্স ইন্টারন্যাশনালের পথ্য সমুহ ঔষধ নয় তবে পুষ্টি উপাদান যা ঔষধী গুন সমৃদ্ধ যুগান্তকারী ফুড সাপ্লিমেন্ট: কে-লাইট। যা কোন প্রকার অপারেশন ছাড়াই লিভারকে পুনরায় সচল করতে সক্ষম। ওয়েলেক্স ইন্টারন্যাশনালের কে-লাইট সেবন করুন এবং লিভার সিরোসিস রোগ থেকে স্থায়ীভাবে সুস্থ্য হোন। বিস্তারিত জানতে গুগল-ইউটিউব সার্চ দিন। অর্ডার করতে ফোন করুন: 01301002221, 01531850265 

#লিভার_সিরোসিসের_কারন_লক্ষণ_প্রতিকার_এবং চিকিৎসা_বিনা_অপারেশনে।

https://youtu.be/DIijfvIUXH8

0 comments:

Post a Comment