Recent Posts

Friday, December 10, 2021

চর্মরোগ এলার্জি বা চুলকানী থেকে স্থায়ী মুক্তির উপায়।

 ত্বকে প্রদাহ, চুলকানী, চর্মরোগ বা অ্যালার্জি এমন একটি রোগ যা প্রতিনিয়ত আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে থাকে। সময় অসময়ে শরীরের বিশেষ বিশেষ কিছু স্থানে চুলকানী শুরু হয় যা সর্বসাধারনের কাছে দৃষ্টিকটু। তাছাড়া আছে শরীরের বিভিন্ন স্থানে লাল লাল ছোপ ছোপ বা কালো কালো দাগের চিহ্ন যা মানুষেরা ভাল চোখে দেখে না। চুলকানী চর্মরোগ বা এলার্জি সাধারনত গরমের সময় বেশী দেখা দেয়। প্রথমে ঘাম বিচির মতো হয় তার পর তা আস্তে আস্তে চুলকাতে চুলকাতে বিভৎস আকার ধারন করে।

চর্মরোগ এলার্জি বা চুলকানী থেকে স্থায়ী মুক্তির উপায়।


যাদের অ্যালার্জি আছে, তাদের খুব সাবধানে থাকতে হয়। সামান্য এদিকসেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি, চোখ লাল, ত্বকে লালচে দানা ওঠা ইত্যাদি। অ্যালার্জি আছে এমন অনেকেরই ঘর ঝাড়ামোছা করলেই ত্বকে চুলকানি শুরু হয়ে যায়। আবার কারও কারও ধুলাবালির সংস্পর্শে এলেই ঘুমের সমস্যা দেখা দেয়। কোনো কোনো ওষুধের অ্যালার্জিতে তো জীবনসংশয়ও দেখা দিতে পারে।

ধুলাবালি ছাড়াও কোনো বস্তুর প্রতি অতি সংবেদনশীলতার কারণেও অ্যালার্জি হতে পারে। যেমন ধাতব অলংকার, প্রসাধনসামগ্রী, কোনো রাসায়নিক, ডিটারজেন্ট, সাবান, পারফিউম, প্লাস্টিকের তৈরি গ্লাভস বা বস্তু, গাছ, ফুলের রেণু, ওষুধ, সিনথেটিক কাপড় ইত্যাদি। সমস্যা জন্মগত পারিবারিক কারণে হতে পারে। বিশেষ বস্তুতে অ্যালার্জির ক্ষেত্রে ওই বস্তুর সংস্পর্শে এলে শরীরে হিস্টামিন, সেরোটনিন ইত্যাদি রাসায়নিক পদার্থ তৈরি হয়। এর ফলে ত্বকে চাকা, ত্বক লাল, চুলকানি, চোখ লাল বা চোখে চুলকানি ইত্যাদি হতে পারে। কারও কারও শ্বাসকষ্ট বা হাঁপানিও হতে পারে। নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়ার সমস্যাও থাকতে পারে। তীব্র প্রতিক্রিয়া হলে রোগী অচেতন হয়ে পড়তে পারেন।

প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে ত্বকে প্রদাহ, চুলকানী, চর্মরোগ বা অ্যালার্জি হয়ে গেলে তা কমাতে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিহিস্টামিন, স্টেরয়েড মলম, ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করে থাকেন। এতে কিন্তু স্থায়ী সমাধান পাওয়া যায় না। সাময়িক কিছুটা উপশম হয় কিন্তু পরে আবার তা দেখা দেয়।

ন্যাচারাল আয়ুবের্দীয় শাস্ত্রীয় প্রতিষ্ঠান ওয়েলেক্স ইন্টারন্যাশনাল উদ্ভাবন করেছে কে-ডারমী এবং গামাট ভিটা জেল। যা ব্যাবহারে আপনি পাবেন চুলকানী বা এলার্জি থেকে স্থায়ী মুক্তি। কে-ডারমী সেবন করতে হয়, এটি সেবনে শরীরের ভিতরে থাকা এলার্জিটিক জীবানু দুরীভুত হয়। গামাট ভিটা জেল ত্বকে লাগাতে হয়, এটি মালিশে ত্বকের উপর জমে থাকা এলার্জিটিক জীবানু নির্মূল হয়ে যায়। অর্থাৎ শরীরের ভেতর এবং বাহির উভয় স্থান থেকে এলার্জিটিক জীবানু দুরীভুত করে দেয়। ব্যাবহার করুন: কে-ডারমী,গামাট ভিটা জেল এবং বিব্রতকর ত্বকের প্রদাহ, চুলকানী, চর্মরোগ বা অ্যালার্জি থেকে মুক্ত থাকুন। কে-ডারমী এবং গামাট ভিটা জেল আইএসও,ডব্লিউ এইও এবং এফডিএ কর্তক সার্টিফাইড। আরো বিস্তারিত জানতে গুগল ইউটিউব সার্চ দিতে পারেন। অর্ডার করতে ফোন করুন: ০১৫৩১৮৫০২৬৫, ০১৩০১০০২২২১

#এলার্জি_চুলকানী_বা_চর্মরোগ_থেকে_স্থায়ী_মুক্তির_উপায়। 

https://youtu.be/AhmKDx3Lfdk

0 comments:

Post a Comment